বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর: স্বাস্থ্যমন্ত্রী

  জিবিনিউজ 24 ডেস্ক //

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘‘বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে আমেরিকার আগে। হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা তা করে তিন মাস পর।’’

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনদান কার্যক্রম: বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

 

জাহিদ মালেক বলেন, আমাদের দেশে আমরা ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করেছিলাম। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল; নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস।

তিনি বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমরা ভালো আছি। আমাদের লোকজন চাকরি করছে, ব্যবসা করছে, দোকান চলছে, ফ্যাক্টরি চলছে, গার্মেন্টস চলছে, এক্সপোর্ট- ইম্পোর্ট হচ্ছে। কারণ করোনা ইজ আন্ডার কন্ট্রোল। করোনা নিয়ন্ত্রণের পেছনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, প্রাইভেট সেক্টরের অনেক বড় ভূমিকা আছে। স্বাস্থ্যখাতে ৬০ শতাংশ সেবা দেয় বেসরকারি খাত। কাজেই তারা কেন বাইরে থাকবে। তারা সব কাজে যোগ দেবেন, এই সহযোগিতা আমরা করব।’

বেসরকারি খাত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ দেখানোয় আনন্দিত হয়েছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যুক্ত হতে চান, যেভাবে আপনারা পরীক্ষা এবং চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এই প্রক্রিয়া শুরু করতে যেসব নিয়মকানুন, শর্ত আছে, সেগুলো পালন শেষে কাজটি শুরু হবে।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানো হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। দেশপ্রেমী ব্যক্তি কখনোই করোনা নিয়ে গুজব ছড়াতে পারেন না।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এফবিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়ানস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার খান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন