জিবিনিউজ 24 ডেস্ক //
চীনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যে সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় শুক্রবার চীনে বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধের এ ঘোষণা আসলো। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, পুরোপুরিভাবে চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হয়েছে।
শুক্রবার সিজিটিএন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোরে চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্সও বাতিল করা হয়েছে।
বিবিসিকে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে সিজিটিএন দাবি করেছে, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রিপোর্টিং করায় ব্রিটিশ সংবামাধ্যমটির আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীনের আচরণ নিয়ে করা বিবিসি-র প্রতিবেদনেরও সমালোচনা করেছে চীনা সম্প্রচারমাধ্যমটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন