সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে সিলেট লেখক ফোরামের মানববন্ধন

gbn

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পরিবেশনের জন্য পেশাগত দায়িত্ব পালন করতে জায়গা পরিদর্শন ও ছবি তুলতে যাওয়ায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিন-এর তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।

সিলেট লেখক ফোরামের উদ্যোগে ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লেখক সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লেখক ফোরাম এর উপদেষ্টা প্রবীণ সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী।

উপস্থিত ছিলেন তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আলম সাব্বির, সহ সভাপতি বাবরুল হোসেন বাবলু, সাজ্জাদ হোসেন শাহ, এম এ রাজ্জাক, আবির হাসান মানিক, মোঃ আলিম উদ্দিন, মোঃ আফজল হোসেন, মোঃ বাবুল মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা এবং দায়ীদের সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি ও ক্ষতিপুরণ প্রদানের জোর দাবী জানান এবং এর প্রতিবাদে দেশ বিদেশের সকল সাংবাদিকদের আরও কঠোর কর্মসূচি ঘোষনার অনুরোধ জানান। বক্তারা ইউ.কে বাংলা প্রেসক্লাবের সভাপতি কবি কে এম আবুতাহের চৌধুরী ইউ.কে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে কামাল হোসেনের চিকিৎসার জন্য বিশ হাজার টাকার অনুদান প্রদান করায় তাদের প্রতি এবং সিলটর টিভির কর্ণধার শাহ ইউসুফ এর প্রতি কৃতজ্ঞতা জানান। এর পূর্বে নেতৃবৃন্দ হসপিটালে চিকিৎসাধীন কামাল হোসেনের চিকিৎসার খোজখবর নেন ও তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং ইউ.কে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে কামাল হোসেনের চিকিৎসার জন্য বিশ হাজার টাকার অনুদান হস্তান্তর করেন।   

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন