জিবিনিউজ 24 ডেস্ক //
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন রন হক সিকদার। ঢাকায় নেমেই গ্রেপ্তার হন তিনি। একটি হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন বলেন, ‘এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি।’
প্রসঙ্গত, গত ১৯ মে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
গুলশান থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনার পর থেকেই মামলার দুই অভিযুক্ত-রন হক সিকদার ও দিপু হক সিকদার পলাতক রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন