কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে গঠিত ‘সুপ্রিম কোর্ট জাজেস কমিটি’র সভাপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে. বি. এম. হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. শাহিনুর ইসলাম শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কারাগার পরিদর্শন করেন।

 

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন বিচারপতিরা।

এ ছাড়া বঙ্গবন্ধু এবং চার নেতা কারাগারের যে কক্ষগুলোতে ছিলেন সেই কক্ষগুলো ঘুরে দেখেন। তারপর বিচারপতিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন