জিবিনিউজ 24 ডেস্ক //
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের নির্বাচিত চার পৌরসভার মেয়র মন্ত্রীর বড়লেখাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাতে এলে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘২০১৫ সালের পৌর নির্বাচনে মৌলভীবাজারের চার পৌরসভায় আমাদের বিজয় হয়েছিল। কারণ আমাদের জেলা, উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। এবারও সকলে ঐক্যবদ্ধ ছিলেন। এ জন্য সকল পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।’
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে চার পৌরসভার মেয়র পরিবেশ মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন