জিবিনিউজ 24 ডেস্ক //
করোনাভাইরস মহামারি থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে কভিড-১৯ ভ্যাকসিন। কভিড-১৯ ভ্যাকসিন ফ্লু ভ্যাকসিনের মত কাজ করবে। এই ভ্যাকসিন নিয়মিত দিয়েই স্বাভাবিক ভাবে জীবন চালাতে হবে প্রতিটি মানুষের। প্রতি বছরই এই ভ্যাকসিন দিতে হবে।
কভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমুনিটি সিস্টেম বৃদ্ধি পায়। ইতিমধ্যে ৭০ বৎসরের উর্ধের মানুষদের ভ্যাকসিন দেওয়া প্রায় শেষ হয়েছে। কিছু কিছু স্থানে আরো কম বয়সীদের ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এছাড়া হেল্থ কেয়ার, স্যোশাল কেয়ার, ফ্রন্ট লাইন ওয়ার্কার, বেশী অসুস্থ রোগী, ডাক্তার, নার্স,পুলিশ ও শিক্ষকদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
দি টেলিগ্রাফের সাথে এক স্বাক্ষাৎকারে ব্রিটিশ হেল্থ সেক্রেটারি ম্যাট হ্যানকক বলেন,” কভিড-১৯ ভ্যাকসিনই হচ্ছে করোনাভাইরস মহামারি থেকে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার এক মাত্র পথ। আগামি সেপ্টেম্বরের আগেই সবার জন্য ভ্যাকসিন কার্যক্রম সম্পূর্ন হবে। এর পর থেকে নিয়মিত ভাবে প্রতি বছরই কভিড-১৯ ভ্যাকসিন দিতে হবে। অনেকটা ফ্লু ভ্যাকসিনের মত। এই ভ্যাকসিন দিয়ে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে,”।
ওএনএসের পরিসংখ্যান অনুযায়ী করোনাভাইরস লক্ষণগুলি আছে কিনা তা লোকেদের পরীক্ষার ভিত্তিতে পরামর্শ দেয়া হয়েছে। ইতিমধ্যে করোনারভাইরাসের প্রভাব কমতে শুরু করেছে।
যেমন:- ইংল্যান্ডে ৮০ জনের মধ্যে একজনের ভাইরাস রয়েছে।
উত্তর আয়ারল্যান্ডে, ৭৫ এর মধ্যে একজন।
ওয়েলসে, ৮৫ এর মধ্যে একজন এবং স্কটল্যান্ডে এটি ১৫০ এর মধ্যে একজন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন