বইমেলায় আসছে কবি শামসুল আরেফীনের কাব্যগ্রন্থ " প্রদীপ্ত যৌবন অতৃপ্ত মন"

gbn

চৌধুরী শামসুল আরেফীন বাংলা সাহিত্য কাননের এক নিভৃতচারী তরুণ তুর্কী । দ্রোহ, প্রেম, বিরহ ও দেশপ্রেম তাঁর কবিতায় ফুলেল আবহে সৌরভ ছড়ায়। প্রতিভাধর উচ্চশিক্ষিত এই তরুণ  সাহিত্য- সংস্কৃতির সকল শাখায় বিচরণে অভ্যস্ত।   অতিমাত্রায় প্রচারবিমুখ আরেফীনের জন্ম ২ ফেব্রুয়ারি দেশের ঐতিহ্যবাহী সাহিত্যসেবী এক সম্ভ্রান্ত পরিবারে। মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে তাঁর মাতুলালয়ে তিনি এ ধরার আলো দেখেন এবং শিশুকাল এখানেই কাটে।তাঁর পিতৃনিবাসে একই উপজেলাধীন দরগাহপুর গ্রামে । তাঁর পিতা ভানুগাছ পরগণার প্রথম মোঘল শাসক দেওয়ান আদম খাঁ'র অধ:স্তন পুরুষ এস ইসলাম চৌধুরী ও মাতা শারাবান তাহুরা খানম রেবা। বংশ পরম্পরায় সাহিত্যচর্চায় আরেফীন তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম। তাই বলতে পারি সাহিত্য যেন তাঁর রক্তে প্রবাহমান এক গতিধারা।  তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ "রক্তকণিকা(২০১৬)"। আগামী একুশে ফেব্রুয়ারি প্রকাশ হতে যাচ্ছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ "প্রদীপ্ত যৌবন অতৃপ্ত মন"। তাঁর কবিতায় ফুটে উঠেছে দ্রোহ,প্রেম,বিরহ ও স্বদেশপ্রেম ৷ কাব্যগ্রন্থ প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ অঙ্কন করেছেন অরূপ মান্দি ৷ বইটিতে স্থান পেয়েছে ৫০ টি কবিতা ৷ রকমারি.কম ও ইট্রোলাসে বইটির প্রি-অর্ডার চলছে।  এছাড়াও তাঁর প্রকাশিতব্য শিশুতোষ জীবনীগ্রন্থ- মেঘাঠাকুর, ইতিহাস গবেষণা গ্রন্থ- দরগাহপুরের ইতিহাস ও উপন্যাস- একটি নগ্ন অপমান।  মঞ্চাভিনেতা আরেফীনের রচিত তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন