এস এম ফজলু ||
মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জিয়াউর রহমান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায়, সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক জনাব পরিমল চন্দ্র দেব ও পুলিশ পরিদর্শক জনাব বদিউজ্জামান এর সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার মডেল থানার এসআই/ এনামুল হক এর নেতৃত্বে এএসআই/ মাহবুবুল আলম সহ একটি টিম এবং এসআই/ শরীফ এর নেতৃত্বে আরও একটি টিম ব্রাহ্মনবাড়িয়া জেলাধীন বিজয়নগর থানা ও সড়াইল থানা এলাকায় মাছ ব্যবসায়ী ও রিক্সাচালক এর ছদ্মবেশ ধারণ করে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ২৯ ঘন্টার বিরামহীন অভিযান পরিচালনা করিয়া সড়াইল থানাধীন প্রত্যন্ত হাওড় বেষ্টিত সাজদাপুর সাকিন হইতে হিজরা মার্ডার ( ক্লুলেস) মামলার আসামী মোঃ আসুক মিয়া(৪৮), পিতা- মৃত রব্বান মিয়া, সাং- মাতাবপুর, থানা ও জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামী মামলার ঘটনার পর হইতে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন আত্নগোপনে ছিল।
উক্ত আসামীকে গ্রেফতার করনের লক্ষ্যে মৌলভীবাজার মডেল থানা পুলিশের দুটি চৌকস টিম গঠন করে অভিযান পরিচালনা করছে। এমন চাঞ্চল্যকর (তৃতীয় লিঙ্গের) আলোচিত মার্ডার মামলার আসামীদের কখনো ছাড় দেওয়া হবে না এবং আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন