ভালোবাসা দিবসেও ট্রাম্পকে স্মরণ করলেন না মেলানিয়া

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

সময় খারাপ ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পপুলার এবং ইলেক্টোরাল দু’রকম ভোটেই হেরেছেন। ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দু’বার অভিশংসনের মুখোমুখি হয়েছেন। তাতে বেঁচে গেলেও শোনা যাচ্ছে, ফৌজদারি অপরাধে দন্ডিত হতে পারেন তিনি। ভালো খবর আসছে না তার নিজের সংসার থেকেও।

অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সাথেও বনিবনা হচ্ছে না তার। আগুনে ঘি ঢেলেই যেনো মেলানিয়া এবারের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের টুইটে কোথাও ট্রাম্পের নাম উল্লেখ করেন নি। তাকে ইংগিত করেও কিছু লিখেন নি মেলানিয়া। বরং মেলানিয়া ভালোবাসা দিবসের টুইটে ‘বিশ্বজুড়ে শিশুদের’ প্রতি ভালোবাসায় মনোনিবেশ করেন।

 

১৪ ফেব্রুয়ারি পোস্ট করা এক টুইটে মেলানিয়া লেখেনঃ এই ভ্যালেন্টাইন্স ডে'তে আমি (TheChildrensInn, NIH এর) সাহসী এবং প্রেরণাদানকারী বাচ্চাদের কথা ভাবছি যেখানে আমি বিগত কয়েকটি বছর গিয়েছিলাম।

ওই বাচ্চাদের জন্য আমার ভালোবাসা আজকে এবং প্রতিদিনের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এর আগে আরেকটি টুইটে তিনি লেখেন, বিশ্বজুড়ে চমৎকার সব বাচ্চাদের সাথে সাক্ষাত করে খুব ভালো লেগেছে। সবাইকে ভ্যালেন্টাইনস ডে উইকএন্ডের শুভেচ্ছা!

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন