জিবিনিউজ 24 ডেস্ক //
বীরমুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা ঘোষণায় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটি সদস্যবৃন্দরা এই অভিনন্দন জানান।
যারা অভিনন্দন জানিয়েছেন তারা হলেন,- সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান বি এল এফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার মো. আবদুল হাই, সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব শরীফ উদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতিক, সাবেক ভাইস চেয়ারম্যান যুদ্ধ কালীল কমান্ডার এম. রশীদ, ঢাকা মহানগরীর সাবেক কমান্ডার আলহাজ্ব আমির হোসেন মোল্লা, রাষ্ট্রীয় সম্মনী ভাতাপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীরপ্রতিক, কমান্ডার মো. মোশাররফ হোসেন ও মাহমুদ পারভেজ জুয়েল প্রমুখ।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে; একে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ বলেছে সরকার। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন