সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটি গঠন করা হয়েছে। সারাদেশে প্রয়োজনীয় তথ্য- উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য বেশ কয়েকজন সাবেক ছাত্র ও যুব নেতাকে এই উপকমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উপকমিটিতে সদস্য পদ পেলেন সৌরভ কুমার সাহা।
রোববার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেক্রমে ২০১৯-২০২২ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । এতে সৌরভ কুমার সাহা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য পদ লাভ করেন ।
সৌরভ কুমার সাহা তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য পদ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সৌরভ কুমার সাহা বলেন, ''জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অসুপ্রাণিত হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্তডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে স্বক্রিয় আদর্শিক কর্মী হিসাবে সংগঠনের দুঃসময় থেকে ছাত্রলীগে কাজ করেছি। আমাদের আস্থা ও ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাকে কেন্দ্রীয় উপকমিটিতে আশ্রয় দিয়ে দলের প্রতি দায়িত্ব ও কর্তব্য আরো বাড়িয়ে দিয়েছেন।''
তিনি আরও বলেন, ''আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী হিসাবে নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। অতীতে যেমন আদর্শিক কর্মী হিসাবে দুঃসময় থেকে বাংলাদেশ ছাত্রলীগে কাজ করেছি তেমনি আগামী দিনগুলোতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।''
সৌরভ কুমার সাহা ১৯৯২ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ উপজেলার সাপগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং আদর্শিক চিন্তা-চেতনায় বড় হয়েছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অসুপ্রাণিত হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্তডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে স্বক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দীর্ঘদিনদায়িত্ব পালন করেছেন।
শোকাবহ আগষ্ট স্বরণে বাংলাদেশ ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা “মাতৃভুমি” সম্পাদনা পরিষদেরসহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এ বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন সমন্বয় কমিটিতে দায়িত্ব পালন করেন।
শিক্ষার আলোয়,শান্তির চেতনায়,প্রগতির মশাল হাতে এগিয়ে চলা মেধাবী আর সৃজনশীল নেতা সৌরভ সাহা রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের একজন একনিষ্ঠ ভক্ত ও অনুসারী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন