লুনা শামসুদ্দোহার মৃত্যুতে বেক্সিমকো গ্রুপের শোক

 জিবিনিউজ 24 ডেস্ক //

দেশের তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে প্রথমদিককার উদ্যোগী, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সফটওয়্যার প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার মৃত্যুতে শোক জানিয়েছে বেক্সিমকো গ্রুপ। তার মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সম্প্রতি লুনা শামসুদ্দোহার শরীরে কোলন ক্যান্সার ধরা পড়ে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

 

এ নারী উদ্যোক্তার মৃত্যুতে শোক জানিয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) একটি বিবৃতি দিয়েছে বেক্সিমকো গ্রুপ। বিবৃতিতে বলা হয়, ‘লুনা শামসুদ্দোহা ব্যবসায়িক অঙ্গনে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন এবং নিজেকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পেরেছেন। তিনি জনতা ব্যাংকের সাবেক চেয়ারপারসন ছিলেন। কোনও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে চেয়ারপারসন হিসাবে নিয়োগ পাওয়া প্রথম নারীও তিনি। স্বকীয়তা ও নীতির সঙ্গে আপস না করে অত্যন্ত কঠিন সময়ে জনতা ব্যাংক পরিচালনা করেছেন এবং সফলভাবে ব্যাংকটির ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিস্থাপনে সক্ষম হয়েছিলেন।’

বিবৃতিতে লুনা শামসুদ্দোহাকে দয়ালু ও উদার প্রকৃতির মানুষ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘অসহায় মানুষদের সহযোগিতা করতে তিনি কখনও ইতস্তত বোধ করেননি। তার সংস্পর্শে আসা মানুষদের মধ্যে এক রাশ উষ্ণতা ও বন্ধুত্বের পরশ ছড়িয়ে দিতেন তিনি।’

শোক জানিয়ে বিবৃতিতে বলা হয়, তার মৃত্যুতে বেক্সিমকো পরিবার গভীর শোক জানাচ্ছে এবং প্রার্থনা করছে আল্লাহ যেন তাকে ক্ষমা এবং জান্নাতবাসী করেন।

বিবৃতিতে লুনার স্বামী একেএম শামসুদ্দোহাকে বেক্সিমকো গ্রুপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের সন্তান রিম শামসুদ্দোহা এ গ্রুপেরই সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর পরিচালক।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন