সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা আকবর আলী আর নেই

 জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বি আকবর আলী শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিন ঘটিকার সময় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাজিরখলা (বরইকান্দি) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। স্বাধীনতাউত্তর সিলেটের আওয়ামী লীগকে সংগঠিত করার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আকবর আলী বিভিন্ন শিক্ষা, সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বরইকান্দি তাহফিজুল কুরআন মাদ্রাসার সভাপতি, বরইকান্দি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।

আকবর আলীর মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বাড়ীতে ছুটে আসেন। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহেদ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ছাত্রনেতা রাহাত তরফদার, শায়েস্তা মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন