জিবিনিউজ 24 ডেস্ক //
দেশের মাটিতে গোলাপি বলের টেস্টে টানা দ্বিতীয় জয় পেলো ভারত। ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট তবু তৃতীয় দিনে গড়িয়েছিলো। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টেস্ট শেষ হতে পুরো দুইদিনও লাগলো না।
উইকেটে স্পিনারদের জন্য প্রবল সুবিধা। তা কাজে লাগিয়ে ভারতের লিড ছোটই রেখেছিলো ইংল্যান্ড। কিন্তু আকসার প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে লাগাম থাকলো স্বাগতিকদের হাতেই।
১শ’র নিচে থামানো হলো সফরকারীদের, ফলে দাঁড়ালো ছোট লক্ষ্য। শুরুর জুটিতেই যা ছুঁয়ে ফেললো বিরাট কোহলির দল। ফলে দিবা-রাত্রির টেস্টে ১০ উইকেটে জিতেছে ভারত। রোহিত শর্মা ও শুবমান গিল ৭.৪ ওভারেই ছুঁয়ে ফেলেন ৪৯ রানের লক্ষ্য।
মাত্র দুই দিনেই তৃতীয় টেস্ট জিতে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১১২
ভারত ১ম ইনিংস: ৫৩.২ ওভারে ১৪৫ (আগের দিন ৯৯/৩) (রোহিত ৬৬, রাহানে ৭, পান্ত ১, অশ্বিন ১৭, সুন্দর ০, আকসার ০, ইশান্ত ১০*, বুমরাহ ১; অ্যান্ডারসন ১৩-৮-২০-০, ব্রড ৬-১-১৬-০, আর্চার ৫-২-২৪-১, লিচ ২০-১-৫৪-৪, স্টোকস ৩-০-১৯-০, রুট ৬.২-৩-৮-৫)।
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩০.৪ ওভারে ৮১ (ক্রলি ০, সিবলি ৭, বেয়ারস্টো ০, রুট ১৯, স্টোকস ২৫, পোপ ১২, ফোকস ৮, আর্চার ০, লিচ ৯, ব্রড ১*, অ্যান্ডারসন ০; আকসার ১৫-০-৩২-৫, অশ্বিন ১৫-৩-৪৮-৪, সুন্দর ০.৪-০-১-১)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৯) ৭.৪ ওভারে ৪৯/০ (রোহিত ২৫*, গিল ১৫*; লিচ ৪-১-১৫-০, রুট ৩.৪-০-২৫-০)।
ফল: ভারত ১০ উইকেটে জয়ী
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন