গনতন্ত্র ও সুশাসন না থাকার কারনেই নির্মাণ শ্রমিকরা অবহেলিত - ইনসাব

gbn

ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অদ্য শুক্রবার সকাল ১০টায় ইনসাবের কেন্দ্রীয় কার্যালয়ে ২৭/১১/১ এর এ সেগুনবাগিচায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনসাবের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি, অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কৃষক নেতা বদরুল আলম, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন আসালত, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ, এ,এম ফয়েজ হোসেন, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান। বক্তব্য রাখেন ইনসাবের সাধারণ সম্পাদক কে,এম শহীদুল আলম ফারুক, সাংগঠনিক সম্পাদক তৈমুর রহমান তোহা,কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান নিজামী, হাজী মাজহারুল আনোয়ার, আব্দুর রহমান, আব্দুল জব্বার, মোহাম্মদ আইয়ুব আলী, হাওলাদার আব্দুল মান্নান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন শ্রমিক কৃষকের বিরম্বনা দিন দিন বাড়ছে। কোভিড- ১৯ এ নির্মাণ শ্রমিকরা কোন রকমের সাহায্য সহযোগিতা পায়নি। বর্তমানে করোনা প্রতিষেধক ( ভ্যাকসিন) তাও এই নির্মান শ্রমিকদের দেওয়া হচ্ছে না। নির্মান শ্রমিকের হাতের ছোয়ায়েই রাস্তা ঘাট, বাড়ি, অফিস আদালত, অট্টালিকা, সবই তৈরি অথচ নির্মান শ্রমিকরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার ওসমান গণি বলেন গনতন্ত্র ও সুশাসন না থাকার কারনেই নির্মাণ শ্রমিকরা অবহেলিত। বিগত ২৭ বছর যাবত নির্মান শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছি। বিগত করোনাকালীন সময়ে নির্মান শ্রমিকদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন দপ্তরে ঘোরার পরেও কোন সহযোগিতা পাই নাই। ইনসাবের সাধারণ সম্পাদক কে,এম,শহীদুল আলম ফারুক বলেন বিগত ২৭ বছরেও কতিপয় তথাকথিত ট্রেড ইউনিস্টরা ইনসাবকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল ও লুটেরা রাজনীতির ফায়দা নিয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন