মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||
যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার জন্য কংগ্রেসওম্যান গ্রেস মেংকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ঠিকানাকে জানান, সাবেক কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি দীর্ঘদিন বাংলাদেশ ককাসের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশের স্বার্থরক্ষায় বহু কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ ককাসের দায়িত্ব পালন করছেন নিউইয়র্কের ডিস্ট্রিক্ট-১৯ থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এলিয়ট এঙ্গেল। পররাষ্ট্রমন্ত্রী জানান, কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু। তিনি বাংলাদেশিদের জন্য অনেক ভালো কাজ করছেন। তিনি ককাসের দায়িত্ব নিলে বাংলাদেশ আরো বেশি উপকৃত হবে। তিনি আরো বেশি কাজ করারও সুযোগ পাবেন। এ জন্য গ্রেস মেংকে ককাসের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া টেলিফোন আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধ করে নেওয়ার জন্য গ্রেস মেংয়ের মাধ্যমে বাইডেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ সময় বলেছেন, বহু বাংলাদেশি দেশটিতে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন। বছর শেষে ট্যাক্স ফাইলও করছেন। তাদের ওয়ার্ক পারমিট থাকলেও বৈধ কাগজপত্র নেই। এসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র সরকারের ওপর কোনোভাবে নির্ভরশীল নন। এ জন্য তিনি আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধ করা এবং যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, তাদের সেই আদেশ বাতিল করার ব্যাপারে বাইডেন প্রশাসনে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এই আহ্বানে গ্রেস মেং পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, তিনি এ ব্যাপারে অনেক আগে থেকেই কাজ করছেন। তিনি বিষয়টি কংগ্রেসে উত্থাপনের চেষ্টা করবেন। এ ছাড়া ককাসের দায়িত্ব গ্রহণের বিষয়টি তিনি পুনর্বিবেচনা করবেন বলে আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রীকে। বাইডেন প্রশাসন হোয়াইট হাউসের ওভাল অফিসের দায়িত্ব গ্রহণের পর ড. মোমেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে এলেন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। এদিনই তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে পূর্বনির্ধারিত টেলিফোন সংলাগে অংশ নেন। এ সফরে কোনো সুনির্দিষ্ট ইস্যু নেই এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফরে এলে পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় তিনি এবার নিউইয়র্কে আসছেন না। এ জন্য তিনি নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ (১) কমেন্ট করতে ক্লিক করুন
tokefeada Reply
2 years agonarrowing of a vessel https://bestadalafil.com/ - Cialis Cephalexin Food Cvuurn <a href="https://bestadalafil.com/">cialis generic best price</a> https://bestadalafil.com/ - Cialis Acheter Generique Propecia France