প্রথমবারের মতো ‘নিঃসঙ্গতা’ মন্ত্রী নিয়োগ দিলো জাপান

 জিবিনিউজ 24 ডেস্ক //

প্রথমবারের মতো ‘নিঃসঙ্গতা’ মন্ত্রী নিয়োগ দিয়েছে এশিয়ার দেশ জাপান। দেশটিতে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পর সরকার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এ বিষয়ে মন্ত্রী নিয়োগ দিল। বিশ্বে প্রথম নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিয়েছিল যুক্তরাজ্য।

দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা নিঃসঙ্গতা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তেতসুশি সাকামোতোকে। সাকামোতো দেশটির জন্মহার কমানো ও আঞ্চলিক অর্থনীতি পুনরুজ্জীবিত করার লড়াইয়ের দায়িত্বেও রয়েছেন।

 

করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালে জাপানে ১১ বছর পর পুরুষদের মধ্যে আত্মহত্যার হার কিছুটা কমে। তবে নারীদের আত্মহত্যা প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়। ২০১৯ সালের অক্টোবরের চেয়ে ২০২০ সালের অক্টোবরে জাপানে নারীদের আত্মহত্যার হার ৭০ শতাংশেরও বেশি বাড়ে।

এমনই বাস্তবতায় দেশটি নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দেয় বলে মঙ্গলবার বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

দ্য জাপান টাইমসের খবরে বলা হয়, চলতি মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সুগা যুক্তরাজ্যের মতো ক্যাবিনেটে নিঃসঙ্গতা মন্ত্রণালয় যুক্ত করে। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যেটি ২০১৮ সালে নিঃসঙ্গতা মন্ত্রণালয় চালু করে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সাকামোতো মন্ত্রণালয়ের উদ্বোধনী সংবাদ সম্মেলনে বলেন, করোনায় জাপানের নারীদের আত্মহত্যার হার বৃদ্ধিসহ অন্যান্য জাতীয় বিষয়ে কাজ করতে প্রধানমন্ত্রী সুগা তাকে নিয়োগ দিয়েছেন।

তিনি বলেন, ‘নারীদের আত্মহত্যার বিষয়টি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কৌশল অবলম্বনেরও দায়িত্ব দিয়েছেন। আশা করি সামাজিক নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা দূর এবং মানুষের মধ্যে সুসম্পর্ক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হব।’

প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত শুক্রবার বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতা মোকাবিলায় দপ্তরও খুলেছে জাপান সরকার। মন্ত্রিসভার অধীনে এ দপ্তর করোনার সময়ে বেড়ে যাওয়া আত্মহত্যা, শিশু দারিদ্র্যসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন