রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধি ||
মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের বরমান গ্রামের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব এখলাছুর রহমান কিছুদিন যাবত গলায় সমস্যার জনিত কারণে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এখলাছুর রহমানের অবস্হা জানতে উনার ভাতিজা জেলা ছাত্রলীগ নেতা এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড মৌলভীবাজার জেলা শাখার সভাপতি তাফরিম আহমদ নাহিনের সাথে আলাপকালে তি নি বলেন আমার চাচার বয়স আনুমানিক ৮২ হবে,তিনি ১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজ তিনি গলায় ক্যান্সারজনিত কারণে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।তিনি বলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনাকে রেডিওথেরাপি দেওয়া হবে।
পরিশেষে উনার পরিবারারে সদস্য সহ একাটুনা ইউনিয়নবাসী সর্বস্তরের জনসাধারণ এর কাছে দোয়ার দরখাস্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন