সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর সাক্ষর সম্বলিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য নূর মোহাম্মদ সিয়ামকে সভাপতি ও সাধারণ মোঃ সিরাজুম মুবিন সবুজকে সম্পাদক করে রাজশাহী মহানগরের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ।
অন্সনযান্যরা হলেন সহ সভাপতি মোহাম্মাদ আরেফিন পারভেজ বন্ধন, সহ সভাপতি মোহাম্মাদ মেহেদী হাসান রিমেল (রিগেন), যুগ্ন সাধারণ সম্পাদক হাসান রেজা, ্সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত ।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সকাল রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
ছয় বছরেরও বেশি সময় পর সেদিন রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিন সম্মেলন কারও নাম ঘোষণা দেয়া হয়নি। ঢাকায় ফিরে রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে তারা জানিয়েছিলেন।
এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী মহানগর নগর ছাত্রলীগের সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে রকি কুমার ঘোষকে সভাপতি এবং মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। তিন বছরের ওই কমিটি ছয় বছরেরও বেশি সময় পার করে। অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব পেল রাজশাহী মহানগর ছাত্রলীগ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন