‘নো-বলে’ আউট ফাওয়াদ, বিতর্ক চরমে

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ১ম ইনিংসে ভুল সিদ্ধান্তের শিকার হন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম।

অথচ ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার কাজে দারুণভাবেই আজহার আলিকে সঙ্গ দিচ্ছিলেন ফাওয়াদ। পঞ্চম উইকেটে তাদের জুটি থেকে আসে ৪৫ রান।

 

ফাওয়াদ দাঁতে দাঁত চেপে লড়ছিলেন। ৭৪ বলে ২১ রানের ইনিংসটিতে তিনি মাত্র একটি বাউন্ডারি হাঁকান। ব্যাটে বড় কিছু করার আভাস ছিল। কিন্তু সেটা আর হলো কই? ডম বেসের বলে উইকেটরক্ষক জস বাটলারের ক্যাচ হলেন, যে আউটটিতেও জড়িয়ে ছিল দুর্ভাগ্য।

ফাওয়াদকে যে বলে আউট দেয়া হয়েছে, ক্রিকেটীয় নিয়মে সেটি ছিল একটি নো-বল। সেটা মাঠের কেউই খেয়াল করেননি। পরে রিপ্লেতে দেখা যায়, ডম বেসের ডেলিভারিটা স্ট্যাম্প পার হওয়ার আগেই ভেতরে হাত দিয়ে ফেলেছিলেন জস বাটলার। যেটি কিনা ক্রিকেটের আইনে ২৭.৩ ধারায় ‘নো-বল’ হওয়ার কথা।

কিন্তু আম্পায়ার সেটি খেয়াল করেননি। ফাওয়াদকেও ‘নো-বলে’ আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে। আজহার আলির সঙ্গে তার জুটিটা দাঁড়িয়ে গেলে হয়তো ম্যাচে অন্যরকম অবস্থায় থাকতো পাকিস্তান।

আজহার একাই খেলেছেন ১৪১ রানের হার না মানা ইনিংস। কিন্তু তাতেও ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান। হারের শঙ্কায় আছে সফরকারিরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন