মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ: সুনামগঞ্জের দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ বুধবার (৩রা মার্চ) দুপুর ২টায় জেলার বিশ^ম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট, পলাশ বাজার ও কারেন্টের বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক বিভাগের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেড আব্দুল লতিফ খান। তিনি অভিযান চালিয়ে সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর-তাহিরপুর সড়কের ওপর গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট ও বাড়িঘর ভেঙ্গে দেন। এরআগে গতকাল মঙ্গলবার (২রা মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে অবস্থিত সিলেট-সুনামগঞ্জ সড়কের দুইপাশে গড়ে উঠে ৪শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এব্যাপারে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেড আব্দুল লতিফ খান সাংবাদিকদের বলেন- সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা ঘরবাড়ি ও দোকানপাট সড়িয়ে নেওয়ার জন্য গত ১৫ই ফেব্রæয়ারি নোটিশ দেওয়া হয়। কিন্তু অবৈধ দখলদাররা কেউ নিজ উদ্যোগে তাদের স্থাপনা সড়ায়নি। তাই এই অভিযান পরিচালনা করতে হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন