স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

  জিবিনিউজ 24 ডেস্ক //

গত কয়েক বছরে বাংলাদেশ প্রযুক্তিগত সাফল্যের যে গল্প লিখেছে, তার পেছনে মোবাইল অন্যতম ভূমিকা রেখেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর ছেলে ও সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইকে লেখা কলামে জয় বলেন, ‘এক দশকের বেশি সময় আগে বাংলাদেশ যখন প্রযুক্তিভাবে উন্নত জাতিতে রূপান্তরের কথা বলে, তখন অনেকেই সেটি বিশ্বাস করতে পারেনি।’

 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতায় আসেন, তখন মাত্র ২০ মিলিয়ন মানুষের ফোন ছিল। এখন ১২০ মিলিয়ন বাংলাদেশি মোবাইল ফোন ব্যবহার করেন। কয়েক মিলিয়ন মানুষ উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।’

তিনি বলেন, ‘সরকারি সেবার ৮৫ শতাংশ নাগরিকদের ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১০ শতাংশ যাবে দোরগোড়ায়, ৫ শতাংশ সেবার জন্য যেতে হবে সরকারি অফিসে। এই যে সাফল্যের গল্প তার চাবিকাঠি স্মার্টফোন। বাংলাদেশে এখন টোল-ফ্রি জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ আছে। এর মাধ্যমে নাগরিকেরা জরুরি পরিস্থিতিতে সাহায্য পেয়ে থাকেন। জাতীয় এই হেল্প ডেস্ক থেকে প্রতি মিনিটে ৬০ কলে সহায়তা করা হয়।’

জয় বলেন, ‘নাটকীয় গতিতে দেশের ইন্টারনেট যুগে প্রবেশের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা বাংলাদেশের অন্যতম বড় অর্জন,’ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন এমনকি ডিজিটাল দক্ষতাও বিভিন্ন দেশে রপ্তানি করছি আমরা। বাংলাদেশের প্রশিক্ষকেরা এখন মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কার মতো এশীয় প্রতিবেশীকে ডিজিটাল রাষ্ট্রে রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা করছে। এক দশক আগেও কেউ ভাবতে পারেনি, এটা সম্ভব।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন