সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে স্ত্রী হত্যা করলেন আরেক স্বামী

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেটের গোলাপগঞ্জের স্বামীর হাতে স্ত্রী খুন হবার ২৪ ঘণ্টা পেরোবার আগেই মোগলাবাজারে আরেক স্বামীর হাতে স্ত্রীর। ঘটনাটি সিলেটের মোগলাবাজার থানার কুচাই ইউনিয়নের শ্রীরামপুরে বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে ঘটেছে।

তবে ঘটনার পর মোগলাবাজার থানায় এসে হাজির হন ঘাতক স্বামী মোহাম্মদ সাহিদ আহমদ(২৭)। তিনি থানায় হাজির হয়ে দাবি করেন, ঘুষি মেরে নিজের স্ত্রীকে হত্যা করেছেন। এরপর পুলিশ সাহিদ আহমদকে আটক করে ও তার স্ত্রী লাকি বেগমের (২৫) লাশ উদ্ধার করে।

বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা।

সাহিদ আহমদ সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের শ্রীরামপুরের নুরুল মিয়ার ছেলে। নিজ বাড়িতেই স্ত্রীকে হত্যা করেছেন বলে পুলিশকে জানান তিনি। সাহিদ-লাকি দম্পত্তির ৫ মাস বয়সী এক মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে থানায় হাজির হয়ে সাহিদ আহমদ তার স্ত্রী লাকি বেগমকে (২৫) দাম্পত্য কলহের জেরে ঘুষি মেরে হত্যা করেছেন বলে জানান। পরে সাহিদকে পুলিশ আটক করে এবং তার স্ত্রী লাকি বেগমের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন