মিফাতুল নূর ||
মানুষের জীবনে প্রেম
এক বার নয়, বারবার আসে
ভিন্ন রূপে,ভিন্ন গুনে
মানুষের জীবনে প্রেম
এক বার নয়, বার বার আসে।
হয়তো, প্রেমের পরিমানটা
এদিক-সেদিক কিছুটা কম-বেশী
হলেও হতে পারে।
তবোও মানুষের জীবনে প্রেম
এক বার নয়, বার বার আসে।
প্রেম, তেমন কিছুই নয়
কিছুটা বসন্ত, কিছুটা গ্রীস্ম,কিছুটা বৈশাখের মত
ঝরে যাওয়া, আবার ফিরে আসা
উল্টে-পাল্টে ভেঙে যাওয়া
তারপরেও মানুষের জীবনে প্রেম
এক বার নয়,বার বার আসে!
প্রেম কাঠ-কয়লার সম্পর্কের মত
জ্বলে যাওয়ার আগে এক বর্ন
পুড়ে গিয়ে হয় বির্বণ।
দুর্ষিত কয়লার বাতাসে বিশুদ্ধতার
নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে
এক বার নয়,মানুষের জীবনে প্রেম
বার বার আসে।
প্রেম,পাখির গায়ের নতুন পালকের মত সুব্র
এক মিশ্র অনুভূতিতে ছেয়ে যাওয়া অনুভব!
প্রেম,ফুলের সুবাসের মত মিষ্টি
মাদকের মত আসক্তি
নিকোটিনের মত নেশা।
প্রেম, নিষিদ্ধ, প্রেম ঘৃনার
প্রেম ভালো লাগার, প্রেম দূরে থাকার!
প্রেম, পাপাচার, প্রেমে অন্যায়-অত্যাচার
প্রেমে রক্তক্ষরন, প্রেমে ভাঙন
প্রেমে মৃত্যু, প্রেমে খুন!
প্রেম করিয়ে বর্জন অনেকেই প্রেমে পরেছে বহু গুন।
মানুষের জীবনে প্রেম
একবার নয়, বারবার আসে
নিয়মে-অনিয়মে এক বার নয়
বারবার ভালবাসে!

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন