বর্ণাঢ্য আয়োজনে মুক্তমঞ্চের 'ঢাকা সংস্কৃতির ষোলকলা-২০২১’ অনুষ্ঠিত

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভার প্রতীক মুক্তমঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হলো শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আড্ডা  'ঢাকা সংস্কৃতির ষোলকলা-২০২১’।

শুক্রবার (৫ই মার্চ) রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড ভোজনশালা রেস্টুরেন্ট ও দীপনপুর বুক ক্যাফে অডিটরিয়ামে জনপ্রিয় 'মুক্তমঞ্চ' আয়োজিত 'ঢাকা সংস্কৃতির ষোলকলা-২০২১' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুক্তমঞ্চের (দ্যা প্লাটফর্ম) এডমিন আদনীন কুয়াশা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক বরেণ্য কবি রহিমা আখতার কল্পনা। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য কবি ও শিল্পী কে এম মুস্তাফা আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা এ কে এম রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক কবি জায়েদ হোসাইন লাকী এবং সঞ্চালনায় ছিলেন ফৌজিয়া ইসলাম তিষা, ফাহমিদা আহমেদ বিউটি। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহরা টিভি'র সিইও সাংবাদিক সৈয়দ নাজমুল হাসান, বাচিক শিল্পী ফারজানা রহমান এনি, সাহিত্য দিগন্ত'র দীপাবলি দীপা, রেডিও ধ্বনি ৯১.২ এফ এম এর বিশেষ প্রতিনিধি আর জে আকাশ।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত, জিবি নিউজ ২৪, দৈনিক বাঙ্গালীর কণ্ঠ, সোহরা টিভি এবং রেডিও ধ্বনি ৯১.২ এফ এম। 

ফেসবুকভিত্তিক গ্রুপের ভিত্তিতে গড়ে ওঠা জনপ্রিয় এ সংগঠনের মূল উদ্দেশ্য সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রতিভাবানদের সবার সামনে পরিচিত করা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুন্তাসির হক। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় ৷ 

প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আড্ডা, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, গান, নৃত্যনাট্য। নাচ গানে এক মনোমুগ্ধকর পরিবেশের অবতারনা করে যা মন মননকে নিয়ে যায় পুরোনো দিনের আবেগমাখা সাহিত্য আড্ডায় ৷

গীতিনৃত্যনাট্যে অংশগ্রহণ করেন রুদমিলা আদনীন রাই, শায়লা ইসলাম বীথি এবং ফৌজিয়া ইসলাম তিষাসহ মুক্তমঞ্চের সদস্যগণ এবং আবৃত্তির সমন্বয়ে অনবদ্য পরিবেশনা মুহূর্তের মধ্যে দর্শকের মাঝে শিহরণ তোলে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন