জিবিনিউজ 24 ডেস্ক //
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেলের আটটি ব্রডগেজ লোকো (ইঞ্জিন)। ইঞ্জিন সংকট কাটাতে ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ (ইঞ্জিন) কিনছে বাংলাদেশ রেলওয়ে।
প্রথম ধাপে এর আটটি শনিবার (৬ মার্চ) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সকাল থেকে বন্দরের বার্থে ট্রেনের ইঞ্জিন খালাস শুরু হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন জানান, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমেটিভ আনা হচ্ছে। ৫ ধাপে এগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি।
তিনি জানান, ব্রডগেজ লোকোমেটিভগুলো ক্রেনের সাহায্যে যত্নের সঙ্গে জাহাজ থেকে নামানো হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন