নারী -- জাগো

gbn

রোকসানা আক্তার ||

উৎসর্গ করলাম বিশ্বের সকল নারীদের...... শ্রদ্ধা,ভালবাসা ও শুভকামনা সকল নারীর জন্য।

--------------------------------------------------------------------------------------------------------------------------------

*নারী -

মনের গহীনে তোলপাড় করা ঝড়ে

কত নারী প্রতিদিন নীরবে কেঁদে মরে।

পরিবারের স্বজনদের সুখের কথা ভেবে

সব দুঃখ,কষ্ট, যন্ত্রণা সহ্য করছে নীরবে।

সমাজ - সংসার নিচ্ছে অবলা ভেবে যাকে

ওদের ভাল সর্বদাই তিনি চিন্তা করতে থাকে।

ঘর থেকে বের হতে ভাবতে হয় দশবার

অপ্রকাশিত থেকে যায় শত ভাবনা তাঁর।

ভাবেনা অপূর্ণ থাকা অনেক ইচ্ছার কথা

অভিনয়ে পটু হয়ে লুকায় সকল ব্যথা।

সকলের স্বাদের খাবার রান্নায় সদা ব্যস্ত

এই কাজে সারাজীবন নিজেকে করেন অভ্যস্ত।

কে কী খাবে,কী পরবে সব চিন্তা যেন তাঁর

নিজের জন্য একমিনিটও সময় নেই ভাববার।

শৈশবেই ঢুকানো হয় মাথার ভিতর এমন

'তুমি যে নারী, চলতে পারনা ইচ্ছা যেমন তেমন।

কত বিপদ অপেক্ষা করে আছে তোমার জন্য,

ঘরের কাজ করা ছাড়া আর উপায় নাই অন্য।'

এ সব কথা মনে রেখে নারী বলি দেন কত প্রতিভা

অপরাধ যেন হয়ে যাবে কিছু করতে যাওয়া ভাবা।

পাল্টেছে সমাজ, পাল্টেছে সময় ও যুগ

তবুও নারী মাধ্যম যেন প্রকাশের সবার ক্ষোভ।

অনেকের প্রশ্ন তোমায়,' এমন কর কাজ কী?'

যে যাই বলুক চিন্তা তাঁর ' কেমনে খুশি রাখি?'

এভাবেই যাচ্ছে অধিকাংশ নারীর দিন,বছর

জীবন থাকতে পান না কোথাও কোন অবসর।

কারো মা বা বোন,কারো স্ত্রী বা মেয়ে এই সব নারী

সবাই মিলেই তাঁদের সকল কষ্ট দূর করতে পারি।

-----------------------------------------------------------

2.

জাগো নারী--

আজ আর দিন নয় ঘরে বসে থাকার,

'তোমায় নিয়ে কে কী ভাবল'- এটা ভাববার।

আত্মনির্ভরশীল হয়ে চলতে যেন পারো,

গর্ব করে বলতে পারো- ' দয়া চাইনা কারো'।

সবার প্রথম নিজের মনে কর দৃঢ় পণ,

থাকতে হবে সাহস মনে ছেলেদের সমান।

পড়াশোনা করে আগে প্রতিষ্ঠিত হও,

বাল্যবিবাহ বন্ধে কাজ করে যাও।

যৌতুকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকো,

পরিবার ও সমাজকে এ বিষয়ে সচেতন রাখো।

তিরস্কার কর তাদের যৌতুক চায় যারা,

সংস্কার করো সমাজ,বিয়ে হবে যৌতুক ছাড়া।

জন্মদাতা পিতাকে যেন হতে না হয় অপমান,

করো তোমার অবস্থান এক ছেলের সমান।

স্বভাব- চরিত্র, কাজ - কর্মে পরিচ্ছন্ন থেকে,

শুদ্ধ মানুষ হিসাবে তৈরী কর নিজেকে।

মা,বোন,স্ত্রী তুমি- ঋণী করো মমতায়,

কাজ এমন করনা যেন পরিবার লজ্জা পায়।

ভালবাসায় বেঁধে রাখো সকল আত্মীয়- স্বজন,

তবেইতো হবে তুমি সকলের প্রিয়জন।

আত্মনির্ভর বলে পরিবারকে অবহেলা না করে,

সকলের কাছে যেন তোমার প্রয়োজন বাড়ে।

সমানভাবে ঘরে বাইরে কাজ করে যাবে,

সংসারে শান্তি থাকলে তুমি কাজের শক্তি পাবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন