ডেক্স নিউজ::
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ও ২১ আগস্টে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনায় সিলেটের ওসমানীনগরে করোনা প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে সচেতনতা মূলক সভা ও সাধারণ মানুষদের মধ্যে বিনামূল্যে হামিওপ্যাথি মেডিসিন আর্সেনিক এলবাম বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপুর উদ্যোগে মঙ্গলবার উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিতরনী কার্যক্রমে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান।
সহকারী শিক্ষক লোকমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দাল মিয়া। বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মামুন হোসেন লুকু। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার প্রাদুর্ভাবের পর থেকে জাকের আহমদ অপুর মানবিক উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। এরই ধারাবাহিকতায় তিনি শোকের মাস আগষ্টে নিহত শহীদদের মাগফিরাত কামনায় ও মহামারি প্রতিরোধে সাধারণ মানুষকে বিনামূল্যে আর্সেনিক এলবাম বিতরন করেছেন। আমরা আশাবাদি অসহায়দের কল্যানসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্রলীগ নেতা জাকের এর সমাজের কল্যানমূলক কাজগুলো জন্য আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও আরও এগিয়ে আসাবেন। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলীপুর মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা গৌছ আলী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন