বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৩৮ লাখ ছাড়িয়েছে

 জিবিনিউজ24ডেস্ক//

বিশ্বে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৮ লাখের বেশি মানুষ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দুই লাখ ১৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন চার হাজার ৩১৫ জন।

 

এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৫ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ২৪১ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ অর্থাৎ ৮৫৪ জনের মৃত্যু দেখেছে ভারত। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৬৯৬ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৫৯ হাজার ছুঁই ছুঁই। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।

একদিনে ৬৭৯ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। নতুন ২১ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৩৬ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৫১০ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৮১ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট প্রায় ৫৯ লাখ ১৫ হাজারের বেশি সংক্রমিত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন