জিবিনিউজ 24 ডেস্ক //
দীর্ঘদিন সিনেমার পর্দায় কাজ করার পর এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে তথা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে তার প্রথম ওয়েব সিরিজটি। এতে সোনাক্ষীকে দেখা যাবে পুলিশের ভূমিকায়।
সোশ্যাল মিডিয়ায় তারই প্রথম পোস্টারটি রিলিজ করা হয়েছে। যেখানে সোনাক্ষীকে পুলিশের পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে সিরিজটির নাম অবশ্য এখনো ঠিক হয়নি।
জানা গেছে, ওয়েব সিরিজটির পরিচালক রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রীতেশ সিদওয়ানি, ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাগতি। ফিল্ম সমালোচক তরন আদর্শ এবং সোনাক্ষী নিজেও সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজটির প্রথম পোস্টারের ছবিটি পোস্ট করেন।
আমাজনের পক্ষ থেকে ওয়েব সিরিজটির প্রথম পোস্টার প্রকাশের পাশাপাশি ক্যাপশনে লেখা হয়, নারীরা পারে না এমন কোনো কাজ নেই। আমরা প্রত্যেকে এই কথাই বিশ্বাস করি। নারীদিবসে প্রাক্কালে সেরকমই একটি পদক্ষেপ।
এর পাশাপাশি এক বিবৃতিতে রিমা কাগতি বলেন, সোনাক্ষী এমন একজন অভিনেত্রী যে কিনা যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে। এই সিরিজে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন