মৌলভীবাজার প্রতিনিধি ॥ “ করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব”এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে।
গতকাল (০৮ মার্চ) সোমবার জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা আক্তার।
আন্তজার্তিক নারী দিবসের আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরকার, ব্রাকের জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট অল্লিকা দাস,মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থী আফসানা বেগম,পান্না বেগম,ইমরান মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরষ্কার হাতে তুলে দেন অতিথিরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন