জিবিনিউজ24ডেস্ক//
সাইবার অপরাধ দিন দিন যেন বেড়েই চলেছে। বলিউড থেকে বাঙালি অভিনেত্রী, সকলেই এর শিকার হচ্ছেন। সম্প্রতি ভার্চুয়াল শ্লীলতাহানি শিকার হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান।
সাংসদ-অভিনেত্রী নুসরাত যখনই কোনো হিন্দু অনুষ্ঠানে যান, তখন তার বিরুদ্ধে ফতোয়া জারি করে কয়েকটি ধর্মীয় সংগঠন। এর পাশাপাশি চলতে থাকে ধর্ষণ ও খুনের হুমকি।
নুসরাত জানিয়েছেন, অনলাইনে যারা এইরকমভাবে ধর্ষণ ও খুনের হুমকি দেয় তারা আসলেই বিকৃত মানসিকতার মানুষ। অনলাইনে এই ধরনের নোংরামি নিয়ে আমি চিন্তিত। যদিও এরকম পরিস্থিতিতে আমি কখনই বিভ্রান্ত হই না।
কবে এই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই নোংরা অশ্লীলতা বন্ধ হবে, এই প্রশ্নই তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, এই ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষেরা নিজের প্রেফাইল ব্লক করে রেখে অন্যের টাইমলাইনে গিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি এই প্রোফাইলের বিরুদ্ধে গিয়ে তিনি রিপোর্টও করেন।
তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও ধর্ষণ ও অ্যাসিড ছোঁড়ার হুমকি দিয়েছিলেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি, ধর্ষণের হুমকি ক্রমাগত দিতে থাকেন হুগলির ওই ব্যক্তি। অবশেষে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে।
হুগলি জেলার মোগড়া থেকে কৌশিক দাস নামে ওই ব্যক্তিতে ধর্ষণ ও অ্যাসিড হামলার অভিযোগে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং স্বস্তিকার নামে ভুয়া উদ্ধৃতি নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগের ভিত্তিতে এক সাংবাদিককেও গ্রেফতার করেছে পুলিশের সাইবার বিভাগ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন