মৌলভীবাজার প্রতিনিধি ॥ সুচনা : বাংলাদেশ অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস,কারিগরি প্রশিক্ষিত কিশোরীদের মধ্যে মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
গতকাল (৯মার্চ) মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা সুচনা অফিস প্রাঙ্গনে এ বিতরন সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সুচনা কার্যক্রম এর প্রজেক্ট কো-অডিনেটর শাহাদত হোসেন এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।
সুচনা কর্মসুচির সদর উপজেলা গর্ভমেন্স কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুচনা কর্মসুচির সদর উপজেলার সিনিয়র নিউট্রেশন কর্মকর্তা আলতাফ হোসেন, প্রশিক্ষন প্রাপ্ত কিশোরী পূজা রায়,রায়না বেগম প্রমুখ। সুচনা কর্মসুচির অধীনে সদর উপজেলার কিশোরীদের মধ্যে ২৪টি সেলাই মেশিন বিতরন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন