জিবিনিউজ 24 ডেস্ক //
চারিদিকে ভিড় গিজগিজ করছে। তার মধ্যেই দোকানে ঢুকে গেলেন তিনি। হাতে তুলে নিলেন চা বানানোর কেটলি। এরপর শুরু করে দিলেন চা বানানোর কাজ। আজ মঙ্গলবার এভাবেই একটি চায়ের দোকানে দেখা গেল পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
মমতা ব্যানার্জির ভেরিফায়েড ফেসবুক পেজের এক লাইভে দেখা যায়, একটি চায়ের দোকানে ঢুকে চা বানাচ্ছেন মমতা। সামনে দাঁড়িয়ে আছেন আমজনতা। চা বানানোর পর তাঁর সহয়তাকারী একজনকে চা কাপে করে বিতরণ করতে দেখা যায়।
পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিজেপি, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও বাম দল মাঠে নেমে পড়েছে। প্রচরণায় অংশ নিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন