এক অ্যাপার্টমেন্ট ব্লকে ২০০ আটক, মুক্তির দাবি জাতিসংঘের

জিবিনিউজ 24 ডেস্ক //

মিয়ানমারে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটক করা হয়েছে দুইশ বিক্ষোভকারীকে। তাদের নিরাপদ মুক্তির দাবি জাতিসংঘের।

ইয়াঙ্গনে সামরিক বাহিনী দুইশর মতো বিক্ষোভকারীকে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে কার্যত আটকে রেখেছে। জাতিসংঘের আবেদন, এই বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাই তাদের ছেড়ে দেয়া হোক।

 

গত ১ ফেব্রুয়ারি থেকেই সেনাশাসকদের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ ও সেনার গুলিতে ৫৪ জন বিক্ষোভকারী মারা গেছেন।

ইয়াঙ্গনে পুলিশ বিক্ষোভকারীদের কোণঠাসা করে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে রেখেছে। তারপর চারদিকের রাস্তা বন্ধ করে বাড়ি বাড়ি গিয়ে 'বাইরের মানুষদের' খোঁজা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। ওই এলাকা থেকে বিস্ফোরণের শব্দ এসেছে। মনে করা হচ্ছে, সেটা সেনার গ্রেনেডের শব্দ।

জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, সেক্রেটারি জেনারেল গুতেরেস ইতিমধ্যেই মিয়ানমারের শাসকদের সংযত হওয়ার অনুরোধ করেছেন এবং আটক সবাইকে মুক্তি দেয়ার কথা বলেছেন। যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে প্রচুর নারী বিক্ষোভকারী আছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলেন।

ইয়াঙ্গনে এখন কার্ফিউ সত্ত্বেও প্রচুর বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। তারা ছাত্রদের মুক্তির দাবি করছেন। রয়টার্স জানাচ্ছে, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে। সূত্র: ডয়েচে ভেলে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন