জিবিনিউজ 24 ডেস্ক //
টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।
চিকিৎসকরা জানান, কমিশনারের শারীরিক অন্য কোনো জটিলতা নেই ও এন্টিবডি লেভেলও বেশ ভালো।
গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়। এর আগে দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়ার ২৯ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের।
এ ব্যাপারে জানতে চাইলে রাজারবাগ পুলিশ হাসপাতালের ডা. ইমদাদুল হক বলেন, ‘করোনা আক্রান্ত হলেও ডিএমপি কমিশনারের অন্য কোনো শারীরিক সমস্যা নেই।’
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র্যাব ২ হাজার ৫২৫ জন। ডিএমপির ৩ হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র্যাব সদস্য ৬ জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।
এর আগে টিকা নেওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত হন। টিকা নেওয়ার ১২ দিন পর ত্রাণসচিবেরও করোনা শনাক্ত হয়। আর ১৬ দিনের মাথায় করোনা শনাক্ত হয় স্বাস্থ্যকর্মী সাজ্জাদ হোসেনের। এ ছাড়া টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক গোলাম কিবরিয়া। গত ১০ ফেব্রুয়ারি টিকা নেন তিনি। টিকা নেওয়ার ৬ দিন পর তিনি করোনায় আক্রান্ত হন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন