জিবিনিউজ 24 ডেস্ক //
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে সড়কের ঢালাই কাজ পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তার সঙ্গে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।
বুধবার (১০ মার্চ) দুপুরে এই কাজ পরিদর্শন করেন শেখ ফজলে নূর তাপস।
পরিদর্শনকালে কাজের ধীরগতি ও দুর্ভোগ নিয়ে ডিএসসিসি মেয়রের কাছে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দফতরকে আগামী ২২ মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি।
এদিকে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গতকাল মঙ্গলবার (৯ মার্চ) হাজি সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল রেখেছেন হাইকোর্ট।
একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতে তার যে তিন বছরের সাজা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে বিচারিক (নিম্ন) আদালদে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন উচ্চ আদালত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন