পঞ্চম বিয়ে করলেন নিকোলাস, কনে ৩১ বছরের ছোট

 জিবিনিউজ 24 ডেস্ক //

পঞ্চমবারের মতো বিয়ে করলেন হলিউড অভিনেতা নিকোলাস কেইজ। 'ঘোস্ট রাইডার' খ্যাত এ তারকা সম্প্রতি তার প্রেমিকা রিকো শিবাতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রিকো শিবাতা তার প্রেমিক নিকোলাসের চেয়ে ৩১ বছরের ছোট।

গত ১৬ ফেব্রুয়ারি লাস ভেগাসের উইন হোটেলে নিকোলাস ও রিকো শিবাতার আনুষ্ঠানিক বিয়ে হয়। দিনটি ছিল নিকোলাস কেজের প্রয়াত বাবার জন্মদিন। তাকে শ্রদ্ধা জানাতে বিয়ের জন্য দিনটি বেছে নেয় এই নবদম্পতি। পিপল ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করে ৫৭ বছর বয়সি নিকোলাস বলেন, 'এটি সত্যি এবং আমরা খুবই সুখী।’

 

অভিনেতার মুখপাত্র জানান, ক্যাথলিক ও জাপানি রীতি অনুযায়ী বিয়ে হয়েছে। কেইজ পরেছিলেন মার্কিন ফ্যাশন ডিজাইনার টম ফোর্ডের নকশা করা ‘টাক্সিডো’। আর শিবাতা পরেছিলেন জাপানের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক কিমোনো।

এর আগে ২০১৯ সালের মার্চে এরিকা কুকিকে বিয়ে করেন নিকোলাস। সেই বিয়ে টেকে মাত্র চারদিন। দুই মাস আলাদা থাকার পর অবশেষে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এর আগে ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত নিকোলাস সংসার করেন মার্কিন অভিনেত্রী প্যাটরিসিয়া অর্কেটের সঙ্গে। ২০০২ সালে তিনি বিয়ে করেন এলভিস প্রিসলির কন্যা সংগীত শিল্পী লিসা মারি প্রিসলিকে। ২০০৪ সালে দ্বিতীয় বিয়ে ভাঙার পর সে বছরই অ্যালিস কিমের সঙ্গে সংসার পাতেন নিকোলাস কেইজ, যা টেকে ২০১৬ সাল পর্যন্ত।

১৯৮৮ সালে ক্রিস্টিনা ফুলটনের সঙ্গে সম্পর্কের ফল হিসেবে কেইজের রয়েছে এক ছেলে, নাম ওয়েস্টন। তার বয়স এখন ৩০ বছর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন