জিবিনিউজ 24 ডেস্ক //
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি শ্বশুর-শাশুড়ি হতে যাচ্ছেন। কারণ তাদের একমাত্র পুত্র ফারদিনের বিয়ে ঠিক করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কানাডা প্রবাসী এক তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিতে যাচ্ছেন এ তারকা দম্পতি। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।
তবে ছেলের বিয়ের বিষয়ে এখনও মিডিয়ার সামনে মুখ খোলেননি মৌসুমী ও ওমর সানি।
ফারদিন পরিচালনায় নাম লিখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। তা ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন