তিউনিশিয়ায় নৌকাডুবে ৩৯ জনের মৃত্যু

 জিবিনিউজ 24 ডেস্ক //

তিউনিশিয়ায় সীমান্তে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবে ৩৯ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৫ জনকে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জাকেরি জানান, এই ঘটনায় আরও লোক নিখোঁজ রয়েছে কি-না সেটি খতিয়ে দেখতে স্ফ্যাক্স উপকূলে উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে তিউনিশিয়ার কোস্টগার্ড।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।

তিউনিশিয়ার বন্দর শহর স্ফ্যাক্সের নিকটবর্তী উপকূলরেখা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ দেশগুলো থেকে পালিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম রুটে পরিণত হয়েছে। উন্নত জীবনের আশায় এসব মানুষ ভয়ংকর সাগরপথ পাড়ি দেয়।

এর আগে ২০১৯ সালে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৯০ আফ্রিকানের মৃত্যু হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন