মৌলভীবাজারের বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ মার্চ) পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলভিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পুরোনো মুখরোচক খাবার গ্রিল কাঁচা মাছ মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অনিয়মের দায়ে আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন