জিবিনিউজ 24 ডেস্ক //
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের খাড়া উপত্যকা থেকে একটি বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ২৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) রাতে দেশটির পশ্চিম জাভার সুমাদাং জেলায় খাড়া উপত্যকা এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতির (১১ মার্চ) এএফপির খবরে বলা হয়, উদ্ধারকারীরা সারারাত কাজ করে বেঁচে যাওয়া ৩৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। নিহতদের মধ্যে চালক ও কিশোর রয়েছেন।
বান্দুং উদ্ধার সংস্থার কর্মকর্তা এএফপিকে জানান, পশ্চিম জাভার একটি ধর্মীয় তীর্থস্থান থেকে বাসটি সুবাং শহরে ফিরছিল। ৬৬ জন যাত্রী বহনকারী বাসটি একটি খারাপ রাস্তা থেকে ৬৫ ফুট গভীর খাদে পড়লে এ ঘটনা ঘটে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন