জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার একজন রোকন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত রোকন সদস্য হলেন- উপজেলা লৈয়ারকুল এলাকার আলী করিমের ছেলে শামসুদ্দোহা সেলিম (৬৫)। তিনি জামায়াতের রোকন সদস্য ও উপজেলার সাতগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি।
বৃহস্পতি দুপুরে শ্রীমঙ্গল সাব-রেজিস্টার অফিসে মানুষের মাঝে সংগঠনে বই বিতরণকালে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলা যুবলীগের সদস্য বদরুল আলম শিপলু।
এ ব্যাপারে যুবলীগ নেতা বদরুল আলম শিপলু বলেন,সেলিম সরকার বিরোধী বক্তব্য সম্বলিত বিভিন্ন বই,লিফলেট বিতরণকালে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি । বই বিতরণের সময় তার সাথে তার ভাতিজা,ভাগনা ছিল। তবে তারা পালিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর জানান, খবর পেয়ে আমরা জামায়াতের একজন সদস্যকে আটক করি। তার কাছ থেকে জামায়াতে ইসলামের আমির ডা.শফিকুর রহমানের বক্তব্য ও সংগঠন পদ্ধতির বই,সদস্য ফরম এবং সংগঠনের প্রচারপত্র পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন