৪ জুলাই করোনা মুক্ত হবে যুক্তরাষ্ট্র: বাইডেন

  জিবিনিউজ 24 ডেস্ক //

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে আগামী ১ মে'র মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (১২ মার্চ) এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসও। এইদিনে প্রতীকী ভাবে মহামারী করোনা থেকে আমেরিকানরা স্বাধীনতা পাবে বলে উল্লেখ করেন বাইডেন।

 

তিনি বলেন, আমরা যদি একসাথে টিকাদান কর্মসূচি চালিয়ে যাই তাহলে ভালো সম্ভাবনা আছে আমরা সফল হব এবং স্বাধীনতা দিবস উদযাপন করতে পারব।

টিকাদান কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্থানে ডেন্টিস্ট ও পশুচিকিৎসকদের করোনা টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে বাইডেন বলেছিলেন, তাঁর দায়িত্ব গ্রহণের ১০০তম দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা প্রদান নিশ্চিত করা হবে। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে ৬০ দিনেই তাঁর লক্ষ্যপূরণ হয়ে যাবে।

তবে সুখবর দিলেও মানুষকে সতর্ক করতে ভোলেননি বাইডেন। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি। হাল ছেড়ে দেওয়ার সময় এখনো হয়নি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন