ডেনমার্কে এক মৃত্যুর পর অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ বন্ধ

 জিবিনিউজ 24 ডেস্ক //

অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন দেয়ার পর রক্ত জমাট বাঁধছে এমন অভিযোগের ভিত্তিতে ডেনমার্কে সাময়িকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রয়েছে। সেখানে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার পর কয়েকজনের রক্ত জমাট বাঁধার অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং বৃটেনের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা নিশ্চিত করেছে, এসব ঘটনার সঙ্গে ভ্যাকসিনের কোনো স¤পর্ক নেই।

বৃটিশ মেডিকেল জার্নাল বিএমজে জানিয়েছে, এরইমধ্যে আরো ৮টি রাষ্ট্র অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে। এগুলো হচ্ছে নরওয়ে, আইসল্যান্ড, অস্ট্রিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, ইতালি এবং লাটভিয়া। ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। ফলে আগামী দুই সপ্তাহের জন্য এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রাখবে তারা।

 

এরমধ্যে এই মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হবে। ডেনিশ হেলথ অথোরিটির পরিচালক সোরেন ব্রোসট্রম বলেন, আমাদের বুঝতে হবে যে আমরা স্থায়ীভাবে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রাখিনি। আমরা সাময়িক বিরতি দিচ্ছি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন