মৌলভীবাজারের কমলগঞ্জে ভূঁয়া কাগজপত্রে দিয়ে বাসা দখলে নিতে হামলা

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূঁয়া কাগজপত্র দিয়ে রেকর্ড করে পৈত্রিক সম্পত্তির ৬০ ভাগ মালিকানা দাবি করে বাসা দখলে নিতে বহিরাগত লোকজন নিয়ে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে।

প্রবাসী সৎ ভাই থানায় সাধারণ ডায়েরী করার পরদিন এই হামলার ঘটনাটি ঘটে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব ঘটনার প্রতিকার দাবি করেন প্রবাসী মো. মবশ্বির আলী।

লিখিত বক্তব্যে মো. মবশ্বির আলী বলেন, আমার সৎ বড় ভাই সিলেট দায়রা জজের গাড়িচালক মখলিছুর রহমান নান্টু ভূঁয়া কাগজপত্র তৈরী করে আমাদের পৈত্রিক সম্পত্তির ৬০ ভাগ জায়গা তার ও তার ছেলের নামে অন্তর্ভুক্ত করে আর.এস পর্চা করে নিয়ে যান। এ ব্যাপারে শমশেরনগর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে অভিযোগ করলেও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মখলিছুর রহমান নান্টু পরবর্তী তারিখে হাজির না হওয়ায় চেয়ারম্যান বিষয়টি উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে পৈত্রিক সম্পত্তি সঠিকভাবে বন্টনের জন্য যুগ্ম জেলা জজ ২য় আদালত, মৌলভীবাজার এ একটি দেওয়ানী মামলা দায়ের করি। আদালতে মামলা দায়ের করার পর মখলিছুর রহমান নান্টু মামলা তুলে নেয়ার জন্য আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। হুমকির পর গত ৯ মার্চ মবশ্বির আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

মবশ্বির আলী আরও বলেন, থানায় ডায়েরী করার পরদিন ১০ মার্চ আমি ও আমার মা সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট মখলিছুর রহমান নান্টুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নিয়ে যাই। অভিযোগ দেয়ার পরই মখলিছুর রহমান এর নির্দেশে বহিরাগত লোকজন নিয়ে ওই দিন দুপুরে আমার শমশেরনগর চাতলাপুর রোডস্থ বাসভবনে সন্ত্রাসী হামলা চালিয়ে স্ত্রী ও আমার ভাইয়ের স্ত্রীকে আহত করে। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশেল একটি দল ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে আমার পরিবারটি নিরাপত্তাহীনতা ও  আতংকের মধ্যে দিনযাপন করছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মখলিছুর রহমান নান্টু বলেন, মবশ্বির আলীর অভিযোগ সঠিক নয়। আমার পক্ষ থেকে কোন হামলা করা হয়নি। সম্পত্তির সঠিক অংশীদার হিসেবে আমার প্রাপ্য অংশ রেকর্ড করিয়েছি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, থানায় উভয় পক্ষের অভিযোগ রয়েছে। ভূমি দখলে নেয়ার জন্য মখলিছুর রহমান নান্টু চেষ্টা করেন, তবে তাদেরকে বের করে দিয়ে কাগজপত্র পর্যালোচনা করে সামাজিকভাবে বিষয়টি সমাধানের কথা বলেছি। নান্টুকে কাগজপত্র নিয়ে আসতে বললেও সময় ক্ষেপন করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন