অনন্তর ১শ’ কোটি টাকার সিনেমা নিয়ে হতাশ দর্শক

 জিবিনিউজ 24 ডেস্ক //

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের আসন্ন ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১শ’ কোটি টাকার বেশি। গেলো ২৭ ফেব্রুয়ারি এক আয়োজনে এমন তথ্য জানিয়েছিলেন এ অভিনেতা।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ৩টা ১৭ মিনিটে নিজের ফেসবুক পেজে অনন্ত জলিল এই সিনেমার একটি মোশন পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি ক্যাপশন জুড়েছেন, ‘দ্য বিগ বস ইজ ব্যাক’।

 

তবে এটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে। এখন পর্যন্ত ২৬ হাজার রিয়েক্টের মধ্যে অনন্ত’র পোস্টে ১৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে হাসির। ৬ হাজারেরও বেশি মন্তব্যের মধ্যে প্রায় সবগুলোতেই ছবিটিকে নিয়ে হতাশা ও হাসাহাসি প্রকাশ পেয়েছে।

দুর্বল ও মানহীন ভিএফক্সের প্রতিই সবাই আঙুল তুলেছেন। এতো বিগ বাজেটের সিনেমার এমন আনাড়ি ভিডিও দেখে কেউই যেন হজম করতে পারছেন না। অনেকেই এটিকে ‘আলিফ লায়লা’র ভিডিও বলে ব্যাঙ্গ করছেন। তবে নিজের ছবির মোশন পোস্টার নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াতে মুখ খুলেননি অনন্ত জলিল।

একজন লিখেছেন, অনন্ত ভাইয়ের কাছ থেকে বিগ বাজেট... বিগ বাজেট শুনতে শুনতে কান জালাপালা হয়ে গেলো। এখন ছবির অ্যানিমেশন ট্রেলারের একি হাল.... মোবাইল দিয়ে এর চাইতে ভালো ভিডিও বানানো যায়.....

আলমিরাজ নামে একজন লিখেছেন, এটা কি রে ভাই? পাবজির গ্রাফিক্স তো এর থেকে শতোগুনে ভালো। আমিতো দেখে ‘দুঃখী: দ্য স্যাড’ হয়ে গেলাম।

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আযহায় ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় বিশ্বের ৮০টি দেশে মুক্তি পাবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

ছবিতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষাও। আরও দেখা যাবে বাংলাদেশ ও ইরানের অনেক শিল্পীদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন