বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

 জিবিনিউজ 24 ডেস্ক //

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনাইন আনেজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

২০১৯ সালে দেশটিতে রাজনৈতিক সঙ্কট উসকে দিয়ে ইভো মোরালেসের পতনের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগে রয়েছে বলে জানা হয়েছে।

 

সেসময় পুনরায় নির্বাচিত হওয়ায় ইভো মোরালেসের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়ে। পদত্যাগ করে বলিভিয়া ছাড়তে বাধ্য হন ইভো।

যার ফলে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন জিনাইন আনেজ। এরপর তার অধীনেই বলিভিয়ায় ফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবুও নিরঙ্কুশ জয় পান ইভো মোরালেসের দল মাস সোশ্যালিস্ট পার্টি। সমাজতান্ত্রিক দলটি এখন বলিভিয়ার ক্ষমতায়। এবার সেই ২০১৯ সালের অভ্যুত্থানের বিচারের উদ্যোগ নেয়া হয়েছে দেশটি।

আনেজের দাবি, তিনি মোরালেসের রাজনৈতিক হিংসার শিকার।

দেশটির ত্রিনিদাদ শহর থেকে তার গ্রেপ্তারের খবর ফেসবুকে ঘোষণা করেন বর্তমান সরকারের মন্ত্রী এডুয়ার্ডো ডেল কাস্টিলো। তাকে বিমানে করে লা পাজে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে।

একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক জ্বালানী মন্ত্রী রদ্রিগো গুজম্যান ও সাবেক বিচারমন্ত্রী আলভারো কোইমব্রাকেও।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন