বিয়ে করেছেন লাক্স তারকা মিম মানতাসা

 জিবিনিউজ 24 ডেস্ক //

বিয়ে করলেন লাক্স সুপারস্টার’খ্যাত অভিনেত্রী মিম মানতাসা। শুক্রবার (১২ মার্চ) রাতে রাজধানীর সিক্স সিজনে তার বিয়ের (আকদ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা গেছে, পাত্র পেশায় একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিম মানতাসার বিয়ের ছবি ছড়িয়ে পড়লেও এ তথ্য নিশ্চিত করেনি মিম মানতাসার পরিবার। এ প্রসঙ্গে মন্তব্য জানতে এনটিভি অনলাইনের পক্ষে মিমের মুঠোফোন ও অন্তর্জালে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

 

একাধিক গণমাধ্যমের খবর, মিম মানতাসার বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তবে তাঁর নাম জানা যায়নি।

মিম মানতাসা পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন। নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মুকুট ওঠে তার মাথায়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন